Nepal-WB Border Latest Situation: নেপালের হিংসায় গুলিবিদ্ধ ভারতীয়, বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত

2 days ago 4

বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nepal-WB Border Latest Situation: নেপালের হিংসায় গুলিবিদ্ধ ভারতীয়, বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত

Updated: 09 Sep 2025, 02:23 PM IST Abhijit Chowdhury Abhijit Chowdhury 09 Sep 2025 nepal, nepal gen z protest, impact of nepal protest on west bengal, panitanki, পানিট্যাঙ্কি, নেপাল, পশ্চিমবঙ্গ নেপাল সীমান্ত, নেপাল জেন জি আন্দোলন

নেপালের হিংসার আঁচ এসে পড়ল এপার বাংলায়। সরাসরি না... more

1/4নেপালে হিংসায় গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় ট্রাকচালক। এমনটাই দাবি করা হল। গুলিবিদ্ধ সেই ট্রাকচালক নেপালে ট্রাক ফেলে ভারতে ফিরে এসেছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে নেপালে আটকে পড়া বহু ভারতীয় ট্রাকে চালকও দেশে ফিরে এসেছেন গাড়ি ওখানে ফেলে রেখে। এদিকে পানিট্যাঙ্কিতে সীমান্ত বন্ধ রয়েছে অশান্তির জেরে। (AFP)
2/4রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে নেপাল সীমান্তে কয়েকশো ট্রাক দাঁড়িয়ে রয়েছে ওপারের অশান্তির জন্য। এদিকে পানিট্যাঙ্কিতেও দোকানপাট বন্ধ। এদিকে সীমান্তে সোমবার দুপুর থেকেই কড়াকড়ি বাড়ানো হয়েছে। পরিচয়পত্র পরীক্ষা ছাড়া সীমান্ত পারাপার কঠিন। এপাশে এসএসবি, ওপাশে নেপালি সেনা সতর্ক রয়েছে। রাজ্যের তরফেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। জানানো হয়েছে, নেপালের পরিস্থিতি অস্থির থাকলে পর্যটনে বড় প্রভাব পড়বে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। (AFP)
3/4নেপালে ব্যাপক জনবিক্ষোভে ১৯ জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে ভারত। শান্তিপূর্ণ উপায়ে এবং সংলাপের মাধ্যমে সমস্ত ইস্যু নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে নেপালের ঘটনাবলীর ওপর নিবিড়ভাবে নজর রেখে চলেছে সরকার। সেখানে অনেক তরুণের প্রাণহানি ঘটেছে। এতে ভারত গভীরভাবে শোকাহত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 'নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' (AFP)
4/4নেপালে বসবাসরত ভারতীয় নাগরিকদের 'সতর্কতা অবলম্বন করতে এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ ও নির্দেশিকা মেনে চলার' পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে। এদিকে আগামী ১৬ এবং ১৭ সেপ্টেম্বর ওলির ভারত সফরে আসার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সেই সফরে আসতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আপাতত বিদেশ মন্ত্রকের তরফ থেকেও এই নিয়ে কিছু বলা হয়নি। এই দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই ওলির প্রথম ভারত সফর হওয়ার কথা ছিল। তবে এখন যা পরিস্থিতি, তাতে ওলিকে দেশ ছেড়ে পালাতে হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। (AFP)

পরবর্তী ফটো গ্যালারি

Read Entire Article