Rs 500 Notes : সেপ্টেম্বরের মধ্যে এটিএমে বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট ? কী জানাল সরকার

1 month ago 4

হোমফ্যাক্ট চেকRs 500 Notes : সেপ্টেম্বরের মধ্যে এটিএমে বন্ধ হচ্ছে ৫০০ টাকার নোট ? কী জানাল সরকার

RBI : এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্য়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। সামাজিক মাধ্যমে এক বার্তাকে ঘিরেই তৈরি হয় এই সন্দেহ। অবশেষে যা নিয়ে মুখ খুলল সরকার। 

By : ABP Ananda | Updated at : 03 Aug 2025 11:52 PM (IST)

RBI : সেপ্টেম্বরের পর থেকেই এটিএমে পাওয়া যাবে না ৫০০ টাকার নোট (Rs 500 Notes) ! এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্য়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। সামাজিক মাধ্যমে এক বার্তাকে ঘিরেই তৈরি হয় এই সন্দেহ। অবশেষে যা নিয়ে মুখ খুলল সরকার। 

এই নিয়ে কী বলছে সরকার
সরকার রবিবার এই হোয়াটসঅ্যাপ বার্তাকে "অসত্য" বলে অভিহিত করেছে। এই বার্তায় দাবি করা হয়েছিল, ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটিএমের মাধ্যমে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই ধরনের কোনও নির্দেশ জারি করা হয়নি। প্রতারণামূলক ওই বার্তায় আরও দাবি করা হয়েছে যে- ৯০ শতাংশ এটিএম ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করে দেবে। এর মধ্যে ৭৫ শতাংশ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৫০০ টাকা এটিএমে রাখবে না।

আরও কী বলা হয়েছে ওই বার্তায়
এছাড়াও, ওই মেসেজে দেশবাসীকে ৫০০ টাকার নোট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়েছে, ভবিষ্যতে এটিএমের মাধ্যমে কেবল ১০০ ও ২০০ টাকার নোটই পাওয়া যাবে। এরপরই এই মেসেজ নিয়ে সরব হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। তারা জানিয়েছে- আরবিআই এমন কোনও নির্দেশ জারি করেনি। ৫০০ টাকার নোট এখনও বৈধ।
X-এর একটি পোস্টে পিআইবির তরফে বলা হয়েছে -সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত দাবিটি অসত্য। জনগণকে এই ধরনের মিথ্যা তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

RBI কি ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এটিএম থেকে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করতে ব্যাংকগুলিকে বলেছে? #WhatsApp-এ একটি মিথ্যা বার্তা ছড়িয়ে পড়ছে, যেখানে এই দাবি করা হচ্ছে। #PIBFactCheck, @RBI এমন কোনও নির্দেশ জারি করা হয়নি, ৫০০ টাকার নোট বৈধ থাকবে বলে পোস্টটিতে বলা হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, "এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা দেবেন না। এই তথ্য় বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি সূত্র থেকে প্রাপ্ত খবর যাচাই করুন।"

গত মাসে একই রকম একটি দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পূর্ববর্তী বার্তাটি হোয়াটসঅ্যাপেও ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল, তাতে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ২০২৬ সালের মধ্যে এটিএমগুলিতে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ করার জন্য আরবিআই পর্যায়ক্রমে পরিকল্পনা করেছে। পিআইবি ফ্যাক্ট চেক সেই সময়েও অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল যে এমন কোনও নির্দেশ জারি করা হয়নি।

Published at : 03 Aug 2025 11:52 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article