Sealdah AC Local New Stops: শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ এসি লোকাল ট্রেনে এবার বাড়ল স্টপ, জানুন বিশদে
1 day ago
3
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sealdah AC Local New Stops: শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ এসি লোকাল ট্রেনে এবার বাড়ল স্টপ, জানুন বিশদে
Updated: 10 Sep 2025, 09:48 AM ISTAbhijit ChowdhuryAbhijit Chowdhury10 Sep 2025 belgharia, ac local train, sealdah ac local train, ranaghat–bangaon–sealdah ac local train, sealdah ranaghat ac local train, sealdah ranaghat ac local train new stops, এসি লোকাল ট্রেন এখন বেলঘরিয়ায় দাঁড়াবে, এসি লোকাল ট্রেন, শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন, শিয়ালদা বনগাঁ এসি লোকাল ট্রেন, শিয়ালদা বনগাঁ এসি লোকাল ট্রেন আরও ৫ স্টেশনে দাঁড়াবে
সম্প্রতি শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এস... more
1/4সম্প্রতি শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এসি লোকাল চালু হয়েছে। সেই ট্রেনগুলি নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যাত্রীদের সাড়া এবং আবেদন পেয়ে ট্রেনগুলিতে স্টপ বাড়ানো হচ্ছে। এই আবহে আরও বেশি যাত্রী এসি লোকালে চাপবেন বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ। (Utpal Sarkar)
2/4রিপোর্ট অনুযায়ী, শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেনটি বেলঘরিয়া এবং শ্যামনগর স্টেশনে দাঁড়াবে। বর্তমানে এই ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খরদা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদায় দাঁড়ায়। সন্ধ্যায় ট্রেনটি ৬টা ৫০ মিনিটে ছাড়ে এবং রানাঘাট পৌঁছায় সাড়ে ৮টা নাগাদ। আর সকালে ট্রেনটি ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে এবং শিয়ালদায় পৌঁছায় সকাল ১০টা ১০ মিনিটে। (Utpal Sarkar)
3/4এদিকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট লোকাল ট্রেনটি আরও পাঁচটি স্টেশনে দাঁড়াবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি এবার থেকে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা এবং বিরাটিতেও দাঁড়াবে। এই ট্রেনটি বর্তমানে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরজাঙা, ঠাকুরনগর হয়ে বনগাঁ পৌঁছায়। সেখান থেকে মাঝেরগ্রাম হয়ে রানাঘাটে যায় ট্রেনটি। এই ট্রেন সন্ধ্যায় ৬টা ১৪ মিনিটে শিয়ালদা ছাড়ে, বনগাঁ পৌঁছায় ৮টা ৪ মিনিটে এবং রানাঘাটে ৮টা ৪১ মিনিটে। আর সকালে ট্রেনটি রানাঘাট থেকে ছাড়ে ৭টা ১১, বনগাঁ থেকে ৭টা ৫২ মিনিটে। শিয়ালদায় পৌঁছায় ৯টা ৩৭ মিনিটে। (Utpal Sarkar)
4/4জানা গিয়েছে, আপাতত শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট রুটে ১৫ সেপ্টেম্বর থেকে আরও এই ৭টি স্টেশনে দাঁড়াবে এসি লোকাল। একমাস পর্যন্ত পরীক্ষামূলক ভাবে এই এসি লোকাল দাঁড়াবে এই স্টেশনগুলিতে। যাত্রীরা তাতে কতটা সাড়া দিচ্ছেন, তার ওপর নির্ভর করে ভবিষ্যতে এই স্টপগুলি স্থায়ী করা হবে। (Utpal Sarkar)