SSC Exam Latest Update: এসএসসি পরীক্ষা তো হল, তবে এই নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হবে? সামনে এল নয়া দাবি
3 days ago
5
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Exam Latest Update: এসএসসি পরীক্ষা তো হল, তবে এই নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হবে? সামনে এল নয়া দাবি
Updated: 08 Sep 2025, 08:03 AM ISTAbhijit ChowdhuryAbhijit Chowdhury08 Sep 2025 ssc, ssc exam update, bikash ranjan bhattacharya, ssc teacher recruitment scam, ssc teacher recruitment, এসএসসি অযোগ্য শিক্ষক, এসএসসি পরীক্ষা, বিকাশরঞ্জন ভট্টাচার্য, এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি
নবম এবং দশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক... more
1/4সম্প্রতি অযোগ্য ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তবে তখন থেকেই দাবি করা হচ্ছিল, সব অযোগ্য শিক্ষকের নাম এসএসসি প্রকাশ করেনি। এর আগে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কোনও অযোগ্য যেন এই পরীক্ষায় বসতে না পারেন। আর এই সবের মাঝেই গতকাল অনুষ্ঠিত হল নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। তাতে প্রায় ৩ লাখ ১৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এরই মাঝে প্রশ্ন উঠছে, এই নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হবে? (Utpal Sarkar)
2/4এসএসসির নয়া নিয়ো পরীক্ষা নিয়ে টিভি৯ বাংলাকে আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'আমাদের মতে, দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তা অসম্পূর্ণ। এবারের চাকরিপ্রার্থীদের ভিড়ে কোনও দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা, অর্থাৎ যাঁরা অযোগ্য, তাঁরাও পরীক্ষা দিয়েছেন কি না, তা দেখতে হবে। যদি তা হয়, তাহলে এই পরীক্ষা বাতিল হবে। তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে।' (Utpal Sarkar)
3/4উল্লেখ্য, এসএসসির প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকা ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। শাসক তৃণমূলের সঙ্গে যুক্ত অনেকের নামই এই তালিকায় আছে বলে দাবি করা হচ্ছে। তাঁদের মধ্যে কেউ মন্ত্রীর মেয়ে তো কেউ কাউন্সিলর, কেউ আবার তৃণমূলের দাপুটে নেতা, কেউ আবার দাপুটে নেতার স্ত্রী, আর কেউ জেলা পরিষদের সদস্য, কেউ অঞ্চল সভাপতি। (Utpal Sarkar)
4/4এই আবহে বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেন, 'স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা রাখা যাচ্ছে না। কারণ যেভাবে স্কুল সার্ভিস কমিশন বিগত দিনে দুর্নীতি করেছে, যেভাবে এখনও তাঁরা দুর্নীতিকে রক্ষা করার চেষ্টা করছেন, এখনও মুখ্যমন্ত্রী অযোগ্যদের পক্ষে সওয়াল করে চলেছেন... তাতে সামগ্রিক পরিপ্রেক্ষিতে আশঙ্কা থেকেই যাচ্ছে। এই আশঙ্কা ভিত্তিহীন বলা যায় না।' (Utpal Sarkar)