SSC Exam: 'হোক প্রতিবাদ' লেখা গেঞ্জি পরেই SSC পরীক্ষাহলে শর্মিষ্ঠা, কালো পোশাকে চিন্ময়, মেহবুবরা

4 days ago 5

হোমজেলারSSC Exam: 'হোক প্রতিবাদ' লেখা গেঞ্জি পরেই SSC পরীক্ষাহলে শর্মিষ্ঠা, কালো পোশাকে চিন্ময়, মেহবুবরা

SSC Recruitment: ৯ বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি! হাড়ভাঙা খাটুনির ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না, তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি ওঁরা!

By : ABP Ananda | Edited By: Goutam Roy | Updated at : 07 Sep 2025 07:27 PM (IST)

কলকাতা: কেউ কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছেন। কারও আবার বুকে কালো ব্য়াজ। ৯ বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। দুর্নীতির প্রশ্নে নিশানায় বিঁধলেন স্কুল সার্ভিস কমিশনকে। বাঁকুড়ায় 'হোক প্রতিবাদ' লেখা কালো গেঞ্জি পরে পরীক্ষা দিলেন শর্মিষ্ঠা দুয়ারি। রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে পরীক্ষা দিলেন তিনি। শর্মিষ্ঠা বলেন, ''এই সরকার তো আমাদের নতুন করে লড়াই করতে শেখাল যে, অন্য়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্য়ায় করে সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার পাত্র আমরা নই।''

৯ বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি! হাড়ভাঙা খাটুনির ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না, তা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি ওঁরা! চাকরিহারা শিক্ষক ও SSC পরীক্ষার্থী মেহবুব মণ্ডল বলেন, ''আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়, তার জন্য়ই আমরা এই কালো পোশাক পরে। টুম্পা দাস বলছেন, ''সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য় হচ্ছি পরীক্ষা দিতে।''

কোটি কোটি টাকার দুর্নীতিতে চলে গেছে হকের চাকরি!কিন্তু, অনিচ্ছাসত্ত্বেও শুধুমাত্র পরিবারের কথা ভেবে ৯ বছর পর, রবিবার অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক ফের বাধ্য় হলেন পরীক্ষায় বসতে। সেই সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলছেন, ''(আমরা এই সিস্টেমের শিকার। আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষায় বসা। আমার চাকরিটা গেছে সরকারের জন্য। আমি আবার নতুন করে পরীক্ষা দিতে এসেছি। সে পাপ করেছে, তার দায় আমি ধুতে এসেছি।''

পরীক্ষা দিলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কেউ পরে আসেন কালো পোশাক! কারও বুকে কালো ব্য়াজ! চাকরিহারা শিক্ষক ও SSC পরীক্ষার্থী চিন্ময় মণ্ডল বলছেন, ''এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকত তাহলে আমাদের চাকরিগুলো যেত না। স্বচ্ছভাবে হোক। যারাই পাবে স্বচ্ছভাবে পাক। যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়।''

চাকরিহারা শিক্ষক কার্তিক আদক বলছেন,  ''যেখানে টোটাল সিস্টেমটা পচে গেছে। সেখান থেকে ভাল থাকার আশা করাটাই মুর্খামি। সরকার ১০০ শতাংশ কেন, তার উপরেও যদি থাকে যত শতাংশ থাকবে টোটাল সরকার দায়ী।''

৯ বছর পর SSC-র নিয়োগের পরীক্ষা হল। সেই সঙ্গে চলল প্রতিবাদও। যা নিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। নতুন করে পরীক্ষা দিলেন! অন্য়ের দুর্নীতির শিকার হয়েছেন যাঁরা, তাঁদের চোখের জল আদৌ মুছবে তো? ফিরে পাবেন তো চাকরিটা?

নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হল পরীক্ষার্থীদের। রাজ্যজুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন।

Published at : 07 Sep 2025 07:27 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article