Trump Tariff : 'বড় শিক্ষা পেলেন ট্রাম্প', মার্কিন অতিরিক্ত শুল্কে ক্ষতি হয়নি ভারতের, ফিচ দিয়েছে এই রিপোর্ট 

1 day ago 5

হোমব্যবসা-বাণিজ্যেরTrump Tariff : 'বড় শিক্ষা পেলেন ট্রাম্প', মার্কিন অতিরিক্ত শুল্কে ক্ষতি হয়নি ভারতের, ফিচ দিয়েছে এই রিপোর্ট 

India US Relation : রেটিং সংস্থা ভারতের অর্থনীতির (Indian Economy) বিষয়ে ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।  

By : ABP Ananda | Updated at : 10 Sep 2025 03:44 PM (IST)

India US Relation : বিশ্ব অর্থনীতিতে (World Economy) অস্থিরতা তৈরি করলেও, ট্রাম্পের ৫০ শতাংশ ট্য়ারিফ (Donald Trump Tariff)  বড় ক্ষতি করতে পারেনি ভারতের। অন্তত আন্তর্জাতিক আর্থিক রেটিং সংস্থা ফিচ-এর রিপোর্টে (Fitch Report) উঠে এসেছে এই তথ্য। যেখানে রেটিং সংস্থা ভারতের অর্থনীতির (Indian Economy) বিষয়ে ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।  

কী ইতিবাচক রিপোর্ট দিয়েছে ফিচ ?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই চিন্তায় পড়েছে ভারত। বস্ত্রশিল্প ছাড়াও বেশকিছু খাত সাময়িক ক্ষতির মুখোমুখি হয়েছে। যে কারণে দেশের অর্থনীতি নিয়ে আশঙ্কা করেছেন অনেকেই। যদিও আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ-এর রিপোর্টে ভারতের বৃদ্ধির হারের পূর্বাভাস 6.9 শতাংশে বাড়ানো হয়েছে। আগে এই বৃদ্ধির হার 6.5 শতাংশ বলে অনুমান করা হয়েছিল। প্রথম ত্রৈমাসিকের পরে পরিবর্তনের এই পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ।

কেন আশাবাদী ফিচ
সেপ্টেম্বরের গ্লোবাল ইকোনমিক আউটলুক (GEO)-এ রেটিং সংস্থা বলেছে- দেশে চলতি অর্থবর্ষে মার্চ- জুন ত্রৈমাসিকের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকৃত জিডিপি বৃদ্ধি জানুয়ারি-মার্চ মাসে 7.4 শতাংশ থেকে 7.8 শতাংশে বেড়েছে। এটি জুন জিইওতে 6.7 শতাংশ পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

জিডিপির দ্রুত গতি
এপ্রিল-জুন ফলাফলের উপর ভিত্তি করে রেটিং সংস্থা ফিচ 2026 সালের মার্চ মাসে (2025-26 অর্থবছর) শেষ হওয়া আর্থিক বছরের জন্য তার পূর্বাভাস জুন জিইওতে 6.5 শতাংশ থেকে 6.9 শতাংশে সংশোধন করেছে। ফিচ বলছে, ভারতের বৃদ্ধিতে অভ্যন্তরীণ চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ শক্তিশালী প্রকৃত আয় উপভোক্তাদের ব্যয় বৃদ্ধি করছে। যে কারণে দুর্বল আর্থিক পরিস্থিতি বিনিয়োগের মাধ্যমে পুষিয়ে দেবে শিল্পখাতগুলি ।

কী বলা হয়েছে ফিচের রিপোর্টে
ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে ফিচের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে- আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে বার্ষিক বৃদ্ধি ধীর গতি ধরতে পারে। অতএব, পরবর্তী ২০২৬-২৭ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৩ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। অর্থনীতি তার সক্ষমতার চেয়ে কিছুটা বেশি চলছে, তাই ২০২৭-২৮ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.২ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে।

ভারতে উপভোক্তা ব্যয় বৃদ্ধি পেতে পারে
রেটিং সংস্থাটি তার রিপোর্টে আরও বলেছে- জুলাই মাসের শিল্প উৎপাদন পরিসংখ্যান ও পিএমআই সার্ভে দেশের শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও, জিএসটি সংস্কারের কারণে ২০২৬ অর্থবর্ষে উপভোক্তা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এখন কী বলেছে ট্রাম্পের উপদেষ্টা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো 'রিয়েল আমেরিকা'স ভয়েস' শো-এর এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত শুল্কের 'মহারাজা'। যদি নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার কোনও পর্যায়ে "আসতে" না পারে, তাহলে ভারতের জন্য "ভালো হবে না"। এই বলেই অবশ্য় থেমে থাকেননি তিনি, একধাপ এগিয়ে নাভারো বলেছেন, ''মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বের যেকোনও বড় দেশের তুলনা করলে ভারত সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে। আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।" 

Published at : 10 Sep 2025 03:44 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article