Two Suspected Arrested: ISIS যোগের সম্ভাবনা ! পুলিশের জালে ২ সন্দেহভাজন, একজন আগে থেকেই 'ওয়ান্টেড'

1 day ago 4

হোমখবরTwo Suspected Arrested: ISIS যোগের সম্ভাবনা ! পুলিশের জালে ২ সন্দেহভাজন, একজন আগে থেকেই 'ওয়ান্টেড'

Suspected ISIS Operatives: আশর দানিশ এবং আফতাব নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

By : ABP Ananda | Edited By: Sohini Chakrabarty | Updated at : 10 Sep 2025 03:50 PM (IST)

Two Suspected Arrested: একসঙ্গে অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল, ঝাড়খণ্ড অ্যান্টি-টেররিজম স্কোয়াড এবং রাঁচি পুলিশ। ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ ধৃতরা আইএসআইএস অপারেটিভস। মূল অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে আশর দানিশ নামে। বোকারের বাসিন্দা এই দানিশ। রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। দিল্লি পুলিশের রুজু করা একটি মামলায় 'ওয়ান্টেড' ছিল এই আশার দানিশ। আইএসআইএস সংশ্লিষ্ট মডিউলের নিরিখে এই মামলা রুজু করেছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। সেখানেই দানিশকে ওয়ান্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অবশেষে পুলিশের জালে এসেছে এই কুখ্যাত সন্দেহভাজন। 

আরেক সন্দেহভাজনের নাম আফতাব। দিল্লি থেকেই গ্রেফতার করা হয়েছে এই সন্দেহভাজনকে। বিভিন্ন পুলিশের টিম একত্রিত হয়ে অভিযান চালানোর সময় খোঁজ পাওয়া যায় এই আফতাবের। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, আফতাব এবং দানিশ, ২ জনেই আইএসআইএস অনুপ্রাণিত নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করার ব্যাপারেও যুক্ত ছিল। বিগত বেশ কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনীর র‍্যাডারে ছিল দানিশ। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দুই ধৃতকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কে বা কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে ভারতের সিম কার্ড পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই- কে পাচারের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে নেপালের এক নাগরিককে 

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রভাব কুমার চৌরাসিয়া। নেপালের বীরগঞ্জের বাসিন্দা তিনি। দিল্লির লক্ষ্মী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ২৮ অগস্ট গ্রেফতার করা হয়েছে এই নেপালি নাগরিককে। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডিএসপি অমিত কৌশক বিবৃতিতে জানিয়েছেন, আমেরিকার ভিসা এবং চাকরি পাওয়ার লোভে ভারতীয় সিম কার্ডের জোগান দেওয়ার পাশাপাশি ডিআরডিও এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে সেনসিটিভ তথ্য সংগ্রহের কাজ কররে রাজি হয়েছিল নেপালের ওই বাসিন্দা। 

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি আধার কার্ডের তথ্য ব্যবহার করে বিভিন্ন বেসরকারি টেলিকম কোম্পানির অন্তত ১৬টি সিম কার্ড কিনেছিলেন। প্রথমে এইসব সিম নেপালে পাঠাতেন প্রভাব কুমার চৌরাসিয়া। তারপর সেখান থেকে এইসব সিম কার্ড পাচার করা হয় আইএসআই অপারেটিভদের হাতে। এর মধ্যে ১১টি সিম কার্ড সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপে- লাহোর, বাহাওয়ালপুর এবং পাকিস্তানের আরও অন্যান্য জায়গায়। 

Published at : 10 Sep 2025 03:50 PM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article