হোমখবরUttar Pradesh News: শ্মশানযাত্রায় জুটল না গাড়ি, বাঁশের দোলা সমেত দেহ তোলা হল বাইকে, উত্তরপ্রদেশ থেকে এল ভাইরাল ভিডিও
Viral News: উত্তরপ্রদেশের কৌশাম্বীর মহব্বতপুর জীতা গ্রামের ঘটনা।
By : ABP Ananda | Edited By: pampaas | Updated at : 10 Sep 2025 03:12 PM (IST)
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
কৌশাম্বী: বাঁশের দোলা কাঁধে নেওয়ার লোক ছিল। কিন্তু শ্মশান পর্যন্ত যেতে জুটল না গাড়ি। শেষে বাঁশের দোলা সমেত এক মহিলার মৃতদেহ তোলা হল মোটর সাইকেলে। মোটর সাইকেল চালিয়ে নিয়ে গেলেন একজন। পিছনে মৃতদেহ শক্ত হাতে মৃতদেহ ধরে বসে রইলেন স্বামী। উত্তরপ্রদেশের কৌশাম্বীতে এমনই হৃদয় বিদারক দৃশ্য় দেখা গেল। ভিডিওটি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। (Uttar Pradesh News)
উত্তরপ্রদেশের কৌশাম্বীর মহব্বতপুর জীতা গ্রামের ঘটনা। সেখানে রহস্যজনক ভাবে মারা যান বুদ্ধারানি নামের এক মহিলা। মহিলার পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ যদিও ময়নাতদন্তের পর স্বামী ও শ্বশুরবাড়ির হাতেই দেহ তুলে দেয়। তবে তদন্ত চলছে এখনও। মহিলার মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা চলছে। কিন্তু সেই আবহে মোটর সাইকেলে চাপিয়ে মহিলাকে দাহ করতে নিয়ে যাওয়ার ভিডিও ঘিরে নিন্দার ঝড় উঠেছে। (Viral News)
মহিলার স্বামী ছাঙ্গুলাল এবং ছেলে ধর্মেন্দ্র গাজিয়াবাদে বেসরকারি চাকরি করেন। মহিলার দেহ নিয়ে শ্মশানে নিয়ে যেতে গাড়ি জোগাড় করে উঠতে পারেননি তাঁরা। কোনও উপায় না দেখে শেষে মোটর সাইকেলেই তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আড়াআড়ি ভাবে মোটর সাইকেলের উপর তোলা হয় দেহটি। পিছনে স্ত্রীর দেহ শক্ত করে ধরে বসেন ছাঙ্গুলাল। অন্য একজন মোটর সাইকেল চালিয়ে নিয়ে যান শ্মশানে। প্রায় ৩০ কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছন সেখানে। পুলিশ বা হাসপাতালের তরফে ব্যবস্থা করা হল না কেন, উঠছে প্রশ্ন।
#खौफनाक वीडियो यूपी के कौशांबी जिले का बताया जा रहा है। मृतका के मायके वालों ने जेठ, जेठानी और ससुराल पक्ष पर हत्या का आरोप लगाया है। पुलिस पर जबरन अंतिम संस्कार कराने का भी आरोप है।
शव को बाइक पर श्मशान ले जाने का वीडियो वायरल है।#kaushambi #UttarPradesh pic.twitter.com/CehplURYbF
এবিপি আনন্দ ভিডিও-টির সত্যতা যাচাই করেনি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কাউকেই আর কিছু বলার নেই’। জেলাশাসক মধুসূদন হুলগি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গাফিলতি নজরে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
তবে এই ধরনের ঘটনা পর পর ঘটেই চলেছে। এবছর অগাস্ট মাসেই মহারাষ্ট্রের নাগপুরে স্ত্রীর দেহ মোটর সাইকেলে বেঁধে নিয়ে যেতে দেখা যায় এক যুবককে। দুরন্ত গতিতে স্ত্রীকে চাপা দিয়ে চলে যায় একটি ট্রাক। দীর্ঘ ক্ষণ রাস্তায় কান্নাকাটি করে, চিৎকার করেও সাহায্য় পাননি ৩৫ বছর বয়সি ওই যুবক। শেষে মোটর সাইকেলে স্ত্রীর দেহ বেঁধে নিয়ে রওনা দেন তিনি। সেই সময়ও বিস্তর আলোচনা হয় ঘটনাটি নিয়ে।
Published at : 10 Sep 2025 03:12 PM (IST)
Sponsored Links by Taboola