Weight Loss Bonus: ওজন কমালেই মিলবে ১.২৩ কোটি টাকার বোনাস ! কর্মীদের জন্য বড় অফার দিচ্ছে এই সংস্থা

2 days ago 4

হোমঅফবিটWeight Loss Bonus: ওজন কমালেই মিলবে ১.২৩ কোটি টাকার বোনাস ! কর্মীদের জন্য বড় অফার দিচ্ছে এই সংস্থা

Chinese Firm Weight Loss Bonus: ওজন কমানোর জন্যই কোটি টাকা বোনাস দেওয়া হচ্ছে একটি সংস্থায়, কর্মীদের চোখ কপালে উঠেছে।

By : ABP Ananda | Edited By: Siman Ray | Updated at : 09 Sep 2025 11:35 AM (IST)

Chinese Firm Offer: ওজন কমানোর জন্য আপনি প্রাণপাত করে যাচ্ছেন ? এই সময় কেউ যদি আপনাকে বলে যে এই ওজন কমানোর জন্য আপনাকে টাকা দেওয়া হবে, তাও হাজার-দু’হাজার টাকা নয়, একেবারে এক কোটি টাকা ! নিশ্চয় অবাক (Weight Loss Bonus) হবেন, বিশ্বাসও করবেন না হয়ত। কিন্তু এই ওজন কমানোর জন্যই কোটি টাকা বোনাস দেওয়া হচ্ছে একটি সংস্থায়, কর্মীদের চোখ কপালে উঠেছে। চিনা সংস্থার একটি বিজ্ঞাপন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে (Chinese Firm Offer) সমাজমাধ্যমে। কর্মক্ষেত্রের সুস্থতার নতুন সংজ্ঞা তৈরি করেছে এই সংস্থা যা সমাজমাধ্যমে নেটিজেনদের মুগ্ধ করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে জানানো হয়েছে চিনের শেনজেন এলাকার একটি টেক-কর্পোরেট সংস্থা আরাশি ভিশন ইনকর্পোরেটেড যা ইনস্টা ৩৬০ নামেই বেশি পরিচিত, ১২ অগাস্ট তারিখেই তাদের তরফে একটি প্রকল্প চালু করেছিল যার নাম ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লস চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জে নাম নথিভুক্ত করে কর্মীরা প্রতি ০.৫ কেজি ওজন কমানোর জন্য ৫০০ ইউয়ান পাবে পুরস্কার হিসেবে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬১০০ টাকা।

এই প্রকল্পের বিজেতার নাম জানেন ? জেনারেল জেড সংস্থার কর্মী শি ইয়াকি এই প্রকল্পে এই বছরের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছেন যিনি ৯০ দিনে ২০ কেজিরও বেশি ওজন কমিয়েছেন। সকলে স্তম্ভিত হয়ে গিয়েছেন শি ইয়াকির এই সাফল্যে। আর এই ট্রান্সফর্মেশনের মাধ্যমে তিনি ২০ হাজার ইউয়ান পুরস্কার জিতে নিয়েছেন অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা কিনা ২.৪৭ লক্ষ টাকা। একটি বিবৃতিতে শি ইয়াকি জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন এটি তাঁর জীবনের সেরা সময় নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য। এটি কেবল সৌন্দর্যের বিষয় নয়, তাঁর মতে এই অর্জন সম্পূর্ণ স্বাস্থ্যের বিষয়।

শৃঙ্খলা মেনে, কঠোর ডায়েট আর দৈনিক ১.৫ ঘণ্টা ব্যায়ামকেই কৃতিত্ব হিসেবে মেনেছেন শি ইয়াকি। আর তিনি সংস্থার গ্রুপে তাঁর ওজন কমানোর ভাইরাল পদ্ধতি শেয়ার করেছিলেন যা দেখে সকলে আরও অবাক হয়েছেন। তিনি জানিয়েছেন যে অভিনেতা কিন হাও ১৫ দিনে ১০ কেজি ওজন কমানোর জন্য যে পদ্ধতি বা পরিকল্পনা অনুসরণ করেছিলেন তার মধ্যে ছিল খাদ্যাভ্যাসে বদল, একদিন শুধু সয়াবিন মিল্ক খেয়ে থাকা, অন্য একদিন শুধু ভুট্টা বা ফল খেয়ে থাকা। এই নিয়মই মেনেছিলেন শি ইয়াকি।

২০২২ সাল থেকে এই ওয়েট লস চ্যালেঞ্জ চালু করেছে ইনস্টা ৩৬০ সংস্থা, এর মধ্যে সাতটি রাউন্ড হয়ে গিয়েছে। ২০ লক্ষ ইউয়ান (২.৪৭ কোটি টাকা) পুরস্কার বিতরণ করেছে সংস্থা। গত বছর ৯৯ জন কর্মী সম্মিলিতভাবে ৯৫০ কেজি ওজন কমিয়েছেন। আর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন পুরস্কারের ১০ লক্ষ ইউয়ান।

Published at : 09 Sep 2025 11:35 AM (IST)

Sponsored Links by Taboola

ABP Premium

ডঃ পঙ্কজ কুমার রায়

ডঃ পঙ্কজ কুমার রায়

Read Entire Article