হোমজেলারWest Bengal News LIVE: দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস
By : ABP Ananda | Updated at : 09 Sep 2025 09:12 PM (IST)
ফাইল ছবি
Source : https://bengali.abplive.com/
Background
কলকাতা : ছাত্র-যুবদের বিক্ষোভে জ্বলছে নেপাল। গতকাল এক ভারতীয় ট্রাক চালক গুলিবিদ্ধ হন। ট্রাক ফেলে এপারে পালিয়ে এসেছেন অন্য চালকরা। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত। ওপারে কাঁকরভিটা, বীরতা মোড়ে বিক্ষোভের আগুন। এপারে সীমান্তে দাঁড়িয়ে আছে শ’য়ে শ’য়ে ট্রাক। কবে খুলবে সীমান্ত, তার অপেক্ষায় ট্রাক চালকরা। প্রভাব পড়েছে পানিট্যাঙ্কি এলাকার অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা।
কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার ছাত্রনেতা AB সোয়েল। বিদ্ধ TMCP, প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে ICCR থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল বিজেপির। রবীন্দ্রসদনের গেটে তালা, বাইরে জমায়েত শুভেন্দু-সহ বিজেপি নেতাকর্মীদের।
এবার রাজ্যে বালি পাচারের তদন্তে নামল ED। রাজ্য় পুলিশের করা FIR-এর ভিত্তিতে ECIR দায়ের করে, ২২ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুভেন্দু অধিকারীর মন্তব্য, সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
জাল নথির আড়ালে অবৈধ কারবার। পুলিশেরই এফআইআরের সূত্র ধরে তদন্তে ইডি। রেশনের মতোই এতদিন কেন চুপ ছিল প্রশাসন? প্রশ্ন বিরোধীদের।
সাইকেল মিস্ত্রি থেকে কিভাবে কয়েক বছরেই বিপুল সম্মত্তির মালিক জিডি মাইনিংয়ের কর্মী জহিরুল? জানতে চায় ইডি। খেজুরি, মেদিনীপুরেও অভিযান
তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো ঘিরে সমালোচনার ঝড়। সোমবার পথে নামেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। তীব্র আক্রমণ শানান তৃণমূলকে। মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। অভিযুক্ত সদস্যকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে TMCP।
21:11 PM (IST) • 09 Sep 2025
West Bengal News Live Update: দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট
চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট । কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ মেট্রো ভবনে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে কাটল জট। এমনই খবর সূত্রের। রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা এবং বিধাননগর কমিশনারেট এবং RVNL-এর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক করে করা হবে মধ্যরাতে। ১৩ সেপ্টেম্বর এই কাজের ট্রায়াল সম্পন্ন করা হবে।
19:39 PM (IST) • 09 Sep 2025
Vice President of India : দেশের নতুন উপরাষ্ট্রপতি NDA জোটের সিপি রাধাকৃষ্ণন
দেশের নতুন উপরাষ্ট্রপতি NDA জোটের সিপি রাধাকৃষ্ণন। ৭৬৭টি ভোটের মধ্যে ৪৫২টি ভোট পেলেন NDA জোটের সিপি রাধাকৃষ্ণন।
18:07 PM (IST) • 09 Sep 2025
Nepal Protest Update: নেপালে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে পরামর্শ জারি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের
দুই দিন ধরে দুর্নীতি-বিরোধী হিংসাত্মক প্রতিবাদের পর, মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। Gen Z-র প্রতিবাদে ইতিমধ্যে সেখানে ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রধানমন্ত্রীর সঙ্গী প্রকাশ শিলওয়াল জানিয়েছেন, "প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন।" শুধু তা-ই নয়, সেনার হেলিকপ্টারে ওলিকে কাঠমাণ্ডু ছাড়তে দেখা গিয়েছে। জনরোষে কার্যত জ্বলছে নেপাল। এই আবহে ভারতীয়দের উদ্দেশে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। MEA-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, নেপালের ক্রমবর্ধমান পরিস্থিতির দিকে নজর রেখে ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তাঁরা যেন পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ স্থগিত রাখেন। বর্তমানে নেপালে থাকা ভারতীয়দের বর্তমান আবাসস্থলেই আশ্রয় নেওয়ার, রাস্তায় বের হওয়া এড়িয়ে চলা এবং যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁদের নেপাল প্রশাসন এবং কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের স্থানীয় নিরাপত্তা পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সহায়তার প্রয়োজন পড়লে, কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
17:38 PM (IST) • 09 Sep 2025
Nepal Unrest Update: পরিবর্তনের দাবি, Gen-Z-র প্রতিবাদে উত্তাল নেপাল
বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। Gen-Z-র প্রতিবাদে ছড়িয়ে পড়েছে অশান্তির আগুন। এই পরিস্থিতিতে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে কাঠমাণ্ডু ছাড়তে দেখা গিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। প্রতিবাদের দ্বিতীয় দিনে আরও দুই জনের মৃত্যুর পর, বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী ওলির বহিষ্কার ও সরকার বাতিলের দাবিতে সরব হন Gen-Z। এই আবহে Gen-Z-র মধ্যে থেকেই নেপালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বেছে নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। পরিবর্তনের দাবি জানিয়েছে Gen-Z।
17:25 PM (IST) • 09 Sep 2025
Nepal Protest Update: নেপালে রাষ্ট্রপতি ভবনে লাগিয়ে দেওয়া হল আগুনও
নেপালে রাষ্ট্রপতি বাসভবনে ভাঙচুর বিক্ষোভকারীদের। এবার রাষ্ট্রপতি ভবনে লাগিয়ে দেওয়া হল আগুনও।
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
Sponsored Links by Taboola