রাজ্যের কৃষকদের জন্য নতুন সুযোগের দরজা খুলল সরকারি উদ্যোগে। এবার থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে গিয়েই চাষিরা কৃষিযন্ত্র কেনার জন্য সরাসরি আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, কৃষিযন্ত্র ভাড়া দেওয়ার জন্যও অনলাইনে আবেদন করা যাবে বলে জানিয়েছে কৃষি দফতর। (আরও পড়ুন: ৫ মিনিট চেয়ে ৩ মিনিটেই কথা শেষ হয় কপিল সিব্বলের, DA মামলার শুনানির তথ্য এল সামনে)
আরও পড়ুন: ২৬ দিনে এক কোটির বেশি মানুষ! ‘আমাদের পাড়া’ কর্মসূচি নিয়ে প্রশংসায় মুখ্যমন্ত্রী
কৃষি দফতর সূত্রে খবর, ছোট যন্ত্র কিনতে কৃষকরা সর্বোচ্চ ৫০ শতাংশ ভর্তুকি পাবেন। কিছু বিশেষ ক্ষেত্রে সেই ভর্তুকি ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ, পাওয়ার টিলার বা সোলার পাম্প কেনার ক্ষেত্রে কৃষকের নামে অন্তত ০.৫ একর জমি থাকতে হবে। দাম ৩০ লক্ষ টাকা পর্যন্ত যন্ত্রের জন্য কৃষকেরা সর্বোচ্চ ৮০ শতাংশ ভর্তুকি পাবেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহমুদ মণ্ডল জানান, প্রতিবছরই ভর্তুকিতে নানা কৃষিযন্ত্র চাষিদের হাতে পৌঁছে দেওয়া হয়। হ্যান্ড ট্রাক্টর, পাওয়ার টিলার থেকে শুরু করে বিভিন্ন ছোট যন্ত্র সবই চাষিরা বিপুল ভর্তুকিতে পাচ্ছেন। পাশাপাশি, কৃষি সমবায় বা অন্য গোষ্ঠীগুলিও যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র তৈরি করতে পারে। এতে গ্রামীণ কৃষকরা আরও সুলভে যন্ত্র ব্যবহার করতে পারবেন। (আরও পড়ুন: কাটতে চলেছে ৩৬৬ মিটারের জট, চিংড়িহাটায় মেট্রোর কাজ নিয়ে এল বড় আপডেট)
আরও পড়ুন: শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ এসি লোকাল ট্রেনে এবার বাড়ল স্টপ, জানুন বিশদে
সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, আগে চাষিদের অভিযোগ ছিল তাঁরা আবেদন নেওয়ার সময় সম্পর্কে সঠিক তথ্য পান না। কিন্তু এবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে গিয়ে আবেদন করা যাবে বলেই এই সমস্যা মিটে গিয়েছে। তাঁর কথায়, এখন ধান রোপণ থেকে কাটা, সবটাই মেশিনের মাধ্যমে হচ্ছে। ভর্তুকি থাকায় অনেক ছোট চাষিও যন্ত্র কিনতে পারছেন। কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে কীটনাশক ছড়ানোর জন্য ড্রোন দেওয়ার ব্যবস্থাও রয়েছে। আবেদনকারীরা অনলাইনে আবেদন করলে ড্রোনও ভর্তুকিতে পাওয়া যাবে। দু’বছর আগে এই প্রকল্প চালু হলেও শুরুতে ড্রোন নিয়ে চাষিদের উৎসাহ কম ছিল। কিন্তু এখন আগ্রহ বাড়ছে। (আরও পড়ুন: DA মামলার শুনানি তো শেষ,২৫% মহার্ঘ ভাতা না মেটানোয় রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ হবে?)
মেমারি-২ ব্লকের মণ্ডলগ্রামের কৃষক বাবু চৌধুরী জানান, এ বছর ড্রোন দিয়ে কীটনাশক ছড়ানো হয়েছে। খুব অল্প সময়ে বহু জমিতে কাজ করা সম্ভব হয়েছে। মাঠে নেমে ছড়ালে নানা সমস্যায় পড়তে হয়। ড্রোন ব্যবহার করে সেই ঝক্কি এড়ানো গেছে।
শুধু যন্ত্রই নয়, এবার চাষিদের মাঠের কাজ সহজ করতে জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ কৃষি জুতোও বিতরণ করা হয়েছে। এতে কাদা বা জল জমে থাকা জমিতেও নিশ্চিন্তে কাজ করতে পারবেন কৃষকরা।
কৃষিদফতর জানিয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে নির্দিষ্ট কিছু যন্ত্রের জন্য সরাসরি আবেদন নেওয়া হবে। অন্য যন্ত্রগুলির জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্র জমা দেওয়ার পর লটারির মাধ্যমে কৃষিযন্ত্র বণ্টন হবে, যাতে সব কৃষকের সমান সুযোগ থাকে।