আর্থিক বিপদে কয়েকমাস বন্ধ রাখা যায় ইএমআই! জানেন কি এই সহজ উপায়?

3 weeks ago 5

Last Updated:August 17, 2025 5:02 PM IST

ণের কিস্তি বা ইএমআই নিয়ে চিন্তা বহু মানুষের মধ্যেই দেখা যায়। ঋণ নিলে তা শোধ করতেই হবে। দেখা যায় অনেকের ঋণের একটা বড় অংশের টাকা চলে যায় ইএমআই শোধ করতে। চাকরি বা অন্যান্য আর্থিক বিপদ এলেও ইএমআই যেন শিয়রে খাঁড়ার মতন ঝোলে। ইএমআই মিস হলেই তা ডিফল্টার বা ঋণখেলাপির তালিকায় চলে যায়, যার প্রভাব পড়ে ক্রেডিট স্কোরের উপরেও। ফলে ভবিষ্যতে ঋণ পেতেও সমস্যা হয়।

কিছু কিছু ক্ষেত্রে বন্ধ রাখা যায় ইএমআই
কিছু কিছু ক্ষেত্রে বন্ধ রাখা যায় ইএমআই

ঋণের কিস্তি বা ইএমআই নিয়ে চিন্তা বহু মানুষের মধ্যেই দেখা যায়। ঋণ নিলে তা শোধ করতেই হবে। দেখা যায় অনেকের ঋণের একটা বড় অংশের টাকা চলে যায় ইএমআই শোধ করতে। চাকরি বা অন্যান্য আর্থিক বিপদ এলেও ইএমআই যেন শিয়রে খাঁড়ার মতন ঝোলে। ইএমআই মিস হলেই তা ডিফল্টার বা ঋণখেলাপির তালিকায় চলে যায়, যার প্রভাব পড়ে ক্রেডিট স্কোরের উপরেও। ফলে ভবিষ্যতে ঋণ পেতেও সমস্যা হয়।

এখানে ঘুরে ফিরে আসে লোন মোরাটোরিয়ামের বিষয়টি।

লোন মোরাটিয়াম কী?

লোন মোরাটিয়াম হল সাময়িকভাবে ইএমআই স্থগিত রাখা। আর্থিক বিপদের সময় ইএমআই কিছুদিনের জন্য স্থগিত রাখা যায়। তবে লোন মোরাটিয়ামের কিছু শর্ত রয়েছে, এই শর্ত গুলি নির্ভর করে সংশ্লিষ্ট সংস্থার উপর। মেডিক্যাল কোনও ইমারজেন্সি, প্রাকৃতিক দুর্যোগ বা আর্থিক মন্দা ইত্যাদিতে লোন মোরাটিয়াম নিলে তা ক্রেডিট স্কোরে প্রভাব ফেলে না।

কীভাবে আবেদন করতে হয়?

ঋণগ্রহীতাকে ঋণপ্রদানকারী সংস্থার কাছে এর জন্য আবেদন করতে হয়। কেন মোরাটোরিয়াম চাই, তার জন্য প্রমাণ-সহ যুক্তি দিতে হয়। অর্থাত্‍, কোনও আর্থিক বিপর্যয়, মেডিক্যাল ইমার্জেন্সি, চাকরি চলে যাওয়া, ব্যবসায় বড় ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। মোরাটোরিয়ামের আবেদন যদি অনুমোদন পেয়ে যায়, তাহলে একটি নির্দিষ্ট সময়সীমার জন্য ঋণগ্রহীতাকে ইএমআই দিতে হয় না। কয়েক মাসের জন্য ইএমআই স্থগিত রাখা হয়। কতটা বিপদ, তার উপর ভিত্তি করে সাধারণ একমাস থেকে ১২ মাসের সময়সীমায় মোরাটোরিয়াম পাওয়া যায়।

মোরাটিয়াম পাওয়ার যোগ্যতা কী?

প্রথমেই সংশ্লিষ্ট সংস্থায় আবেদন করতে হবে। কেন মোরাটোরিয়াম চাইছেন তার প্রমাণ দিতে হয়। কয়েকটি বিশেষ ক্ষেত্রে মোরাটোরিয়াম মঞ্জুর করা হয়ে থাকে। সেইগুলি হল- চাকরি চলে যাওয়া, মেডিক্যাল ইমারজেন্সি, প্রাকৃতিক বিপর্যয়, ব্যবসায় বড় ক্ষতি। কিন্তু, এইসবের ক্ষেত্রে আপনাকে যথাযোগ্য প্রমাণ দেখাতে হবে।

মনে রাখার দিকগুলি

যখন আপনার ইএমআই স্থগিত থাকছে তখনও কিন্তু আপনার সুদ জমতে থাকবে। আপনার ঋণের উপর সুদ জমে গিয়ে বড় অঙ্কের টাকা গিয়ে দাঁড়াবে। কিছুদিনের জন্য হয়ত আপনাকে এই মোরাটোরিয়াম রেহাই দিতে পারে। কিন্তু, লম্বা সময়ের জন্য এটা লাভজনক নয়।

Location :

Kolkata [Calcutta],Kolkata,West Bengal

First Published :

August 17, 2025 5:02 PM IST

Read Entire Article