পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, চা শ্রমিকদের হাতে তুলে দেবেন পাট্টা

2 days ago 3

পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। বুধবার, ১০ সেপ্টেম্বর তাঁর কর্মসূচি ডুয়ার্সে। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে চা-বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

আরও পড়ুন: বাংলায় নিষিদ্ধ বেঙ্গল ফাইলস! কেমন হল সিনেমা, দেখে নিন দর্শকদের প্রতিক্রিয়া

ডুয়ার্সের মেটেলি ব্লকের একাধিক চা-বাগানে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ। সোমবার শোনগাছি, নাকটি ও বাটাইগোল চা-বাগানে পৃথক সভা করে পাট্টা প্রাপকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাতে শ্রমিক মহলে স্পষ্ট উচ্ছ্বাস। বহুদিনের দাবির পর মুখ্যমন্ত্রীর হাত থেকে জমির অধিকার পেতে চলেছেন তাঁরা। প্রশাসন সূত্রে খবর, মাটিয়ালি ব্লকের আটজন শ্রমিককে সরাসরি মঞ্চে ডেকে জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী। বাকিদের হাতেও একই দিন পাট্টা পৌঁছে দেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের এই পদক্ষেপ শুধু জমির কাগজ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেবে।

মেটেলির এক বাসিন্দা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। এবার থেকে নিজেদের জমি হবে, ঘর তৈরি করা যাবে। চা-বাগানের জমিতে আর অনিশ্চিতভাবে থাকতে হবে না। মুখ্যমন্ত্রী মমতার প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন।

মেটেলির সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, জমির পাট্টা হাতে পাওয়া মানে শ্রমিকদের আত্মমর্যাদা ও স্বনির্ভরতার পথে এক যুগান্তকারী পদক্ষেপ। মন্ত্রী বুলুচিক বরাইকও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য এই উদ্যোগ ঐতিহাসিক। বোলপুর, ঝাড়গ্রাম ও বর্ধমানে প্রশাসনিক সভা সেরে এবার পুজোর আগেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডুয়ার্স সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Read Entire Article