মদের দাম বেড়ে যেতে পারে বহু গুণ! তেমনই সিগারেট-তামাকের..৪টে নয় GST-তে থাকবে ২টো স্ল্যাবে

3 weeks ago 4

Last Updated:August 16, 2025 5:25 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণের পরে অর্থমন্ত্রকের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, এই জিএসটি সংস্কার, করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে এবং ক্ষুদ্র শিল্পকে উপকৃত করবে৷

News18
News18

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের বক্তৃতায় সামনের দিওয়ালিতে নতুন জেনারেশনের GST 2.0 আনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আশ্বাস দিয়েছেন, এর জেরে বাণিজ্য কর ব্যবস্থা আরও সহজ হবে এবং বহু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সস্তা হবে৷ আসুন জেনে নেওয়া যাক এবিষয়ে কেন্দ্রীয় সরকারের প্ল্যানটা ঠিক কী?

শুক্রবার অর্থমন্ত্রক জানিয়েছে, কেন্দ্র ‘মূলত সরল করের দিকে’ অগ্রসর হতে চাইছে৷ সূত্রমতে, অর্থ মন্ত্রক বর্তমান চার-স্তরের GST কাঠামোর পরিবর্তে দুটি স্ল্যাবে কর হারের প্রস্তাব করেছে – ৫% এবং ১৮%। সাধারণ মানুষের ব্যবহৃত বেশিরভাগ পণ্য ৫% এর নীচে থাকবে (আগের ১২% স্ল্যাবের অন্তর্ভুক্ত ৯৯ শতাংশ পণ্য এই ৫ শতাংশে যাবে, ফলে তাদের দাম কমবে) এবং ২৮ শতাংশের ৯০ শতাংশ পণ্য ১৮% স্ল্যাবে অন্তর্ভুক্ত করা হবে, ফলে এখানেও পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হবে। আর করের বোঝা কমলে দাম যেমন কমবে, দাম কমলে চাহিদাও বাড়বে৷ আরও বেশি জিনিস কিনবে মানুষ৷ চাঙ্গা হবে অর্থনীতি৷ এটাই প্ল্যান কেন্দ্রের৷ পাশাপাশি, মদ, তামাক, নরম পানীয়, ফাস্টফুড, কফি ইত্যাদির মতো ‘Sin goods’ হিসাবে পরিচিত পণ্য়ের উপরে সর্বোচ্চ ৪০ শতাংশ কর ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে৷

বর্তমানে, জিএসটি হল ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের চার স্তরের কর কাঠামো, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র নিম্ন কর বন্ধনীতে, অন্যদিকে ডিমেরিট এবং বিলাসবহুল জিনিসপত্র সর্বোচ্চ স্ল্যাবে রাখা হয়। এছাড়াও, পান মশলা এবং গাড়ির মতো ডিমেরিট এবং বিলাসবহুল জিনিসপত্রের উপর বিভিন্ন হারে ক্ষতিপূরণ সেস আরোপ করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণের পরে অর্থমন্ত্রকের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, এই জিএসটি সংস্কার, করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে এবং ক্ষুদ্র শিল্পকে উপকৃত করবে৷

আগামী দীপাবলির মধ্যেই তা বাস্তবায়িত হওয়ার কথা। মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার জিএসটি হার যৌক্তিকীকরণ এবং সংস্কারের বিষয়ে কাঠামোগত সংস্কার, হার যৌক্তিকীকরণ এবং জীবনযাত্রার সহজতার লক্ষ্যে কাজ করেছে? ইতিমধ্যেই খসড়া মন্ত্রীদের গোষ্ঠীর (জিওএম) কাছে পাঠিয়েছে জিএসটি কাউন্সিল।

এতে বলা হয়েছে যে, কেন্দ্রের প্রস্তাব তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি হয়েছে – কাঠামোগত সংস্কার, হার যুক্তিসঙ্গতকরণ এবং জীবনযাত্রার সহজতা। প্রস্তাবে সাধারণ মানুষের পণ্য এবং বহু ব্যবহৃত পণ্যের উপর কর হ্রাস করা রয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, জিএসটি কাউন্সিল তার পরবর্তী বৈঠকে মন্ত্রীদের গোষ্ঠীর সুপারিশগুলি নিয়ে আলোচনা করবে এবং এই আর্থিক বছরের মধ্যে বেশিরভাগ সংস্কার বাস্তবায়নের চেষ্টা করবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে এবং প্রতিমন্ত্রীদের সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল সেপ্টেম্বরে হার যৌক্তিকীকরণের বিষয়ে জিওএম প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।

Location :

New Delhi,New Delhi,Delhi

First Published :

August 16, 2025 5:15 PM IST

বাংলা খবর

/ খবর

/ব্যবসা-বাণিজ্য/

GST New Rule: মদের দাম বেড়ে যেতে পারে বহু গুণ! তেমনই সিগারেট কিংবা তামাকের...৪টে নয় GST-তে থাকবে ২টো স্ল্যাব

Read Entire Article